দশমিনায় কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরন

দশমিনায় কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরন
ছবি: সংগৃহীত

সাইফুল ইসলাম ( দশমিনা) পটুয়াখালীঃ


পটুয়াখালীর দশমিনা উপজেলায়  কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায়  কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক  বিতরন করা হয়েছে।


৩০ নভেম্বর ( সোমবার)  দশমিনা উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া  ফেরদৌস এর সভাপতিত্বে  কৃষকদের  মাঝে  বীজ ও কীটনাশক  বিতরন করা হয়।


উক্ত বীজ ও কীটনাশক বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব এস এম সাহজাদা সাজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা পরিষদের চেয়্যারমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইকবাল মাহামুদ লিটন, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহমেদ,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি, ও দশমিনা উপজেলা কৃষি অফিসার জনাব জাফর আহমেদ সহ উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ অনন্য নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামি লীগ সরকার কৃষি নির্ভর সরকার এ সরকার কৃষির উপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন বলেই বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ন এ সরকার দেশের গরিব অসহায় কৃষকদের মাঝে সার বিজ কীটনাশক দিয়ে আসছে এবং  যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। 


দশমিনা উপজেলায় এ ক্ষুদ্র প্রান্তিক ২০৫০ জন  এবং প্রনাদনার আওতায় ১৯৩৫ জন কৃষকের মাঝে বিজ ও কীটনাশক প্রদান করা হয়।