গণমুখী বাজেট প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মোঃ ইদ্রিস ফরাজী 

সাদাত রাহমান নাসিম

গণমুখী বাজেট প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মোঃ ইদ্রিস ফরাজী 
ছবি : মোঃ ইদ্রিস ফরাজী (সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদকঃ

২০২২-২৩ অর্থবছরের বাজেটকে ‘উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান-সৃজন উপযোগী ও অন্তর্ভুক্তিমূলক’ হিসেবে বর্ণনা করে একে স্বাগত জানিয়েছে ইতালী আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী। এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

মোঃ ইদ্রিস ফরাজী বলেন, কোভিড-১৯ মহামারীর প্রতিকূলতা কাটিয়ে দেশে সবচেয়ে বড় বাজেটের রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। স্বাস্থ্যখাত ও কর্মসংস্থান সৃষ্টিকেও গুরুত্ব দেয়া হয়েছে।বিশ্বে দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে গেছে, তখন আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক-শ্রমিক, প্রান্তিক মানুষের আয় ক্ষমতার মধ্যে এ বাজেটের রূপকল্প তৈরি করা হয়েছে। এজন্য বর্তমান সরকারের এ বাজেটকে আমরা কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের বাজেট, তরুণ প্রজন্মের বাজেট, কর্মসংস্থানের বাজেট, শিক্ষার বাজেট, অন্তর্ভুক্তিমূলক বাজেট বলে মনে করি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫১তম এই বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট।