কালিয়াহরিপুরে এনডিপি' জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কালিয়াহরিপুরে এনডিপি' জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পারভীন সুলতানা সাথী, সিরাজগঞ্জঃ করোনাকালীন নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব " এই প্রতিপাদ্যকে সামনে রেখে -     
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের আয়োজনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ মার্চ-২০২১) সকালে  সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, উক্ত অনুষ্ঠানের  ইউপি'র সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ আব্দুস সবুর সেখ এর  সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা ও সফলতার গল্প শেয়ারিং করা হয়েছে । দলের সদস্যগণ একে একে তারা তাদের সফলতার গল্পগুলো উপস্থাপন করে। গল্প বলা শেষে পুরুস্কার বিতরন করেন,  কালিয়াহরিপুর ইউনিয়ন চেয়ারম্যান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনডিপি'র সিজিবিভি প্রজেক্ট,  প্রজেক্ট অফিসার   শারমিন আকতার । প্রধান বক্তা ছিলেন, কালিয়াহরিপুর এনডিপি'র  সিজিবিভি প্রজেক্ট সদর উপজেলার সদস্য ও চরবনবাড়ীয়ার সভাপতি মোঃ শাহ আলম সেখ । 

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাকির হোসেন, জিন্নাহ মন্ডল, জুলমাত আলী, আব্দুর রশিদ, খাদিজা খাতুন, সূবর্ণা খাতুন, ফরিদা পারভীন। 

বৃন্দ, ইউনিয়ন সোস্যাল সাপোট কমিটির সদস্যবৃন্দ, আকতারী বেগম, প্রকল্প সমন্বয়কারী, পিএফ রাজিয়া, আকলিমা ও বিউটি। অনুষ্ঠানে প্রায় দু'শতাধিক নারীদের উপস্থিত ঘটে।