কালীগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কালীগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে পৃথক ভাবে সকল ইউনিয়নে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনের সিধান্ত হলেও  ১৭ই মার্চ ( বুধবার) দিনটি উপলক্ষে সকালে উপজেলার কালীগঞ্জ কে ইউপি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিষদের নেতৃবৃন্দ।  এবং বিকেলে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটে ও ভোটমারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে  আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়েছে।

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক বাবু তপন কুমার রায়ের নেতৃত্বে চন্দ্রপুর ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দুলাল চন্দ্র সাহা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নুর আলমগীর অনু, যুগ্মসাধারণ সম্পাদক বাবু তপন কুমার রায়,  লতাবর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কোন সাধারণ নাম নয়, এ যেন স্বাধীন বাংলার এক কিংবদন্তির নাম।
তিনি স্বাধীনতার মহানায়ক, তিনি মুক্তির দিশারী। বঙ্গবন্ধু একটি সাহসের নাম, বঙ্গবন্ধু স্বাধীন বাংলার স্থপতি।  বাংলার বন্ধু, স্বাধীনতা করে গেছেন দান তিনিই জাতির জনক, বাংলার প্রান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  তাই ১৭ ই মার্চ  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস এর গুরুত্ব ও তাৎপর্য  অপরিসীম বলে মন্তব্য করেছেন বক্তারা।

অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের  ব্যানারে ভোটমারি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়েও  দিবসটি পালিত হয়েছে।