উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্কের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্কের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ


ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্ক।

১৮ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুরানবেড়া গ্রামের কালাম ডাক্তারের বাড়িতে করোনা ভাইরাস (Covid 19) সংকট মোকাবেলায় আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সার্বিক সহযোগিতায় দুঃস্থ মানুষের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির সহ- সম্পাদক শফিউল আলম (জমিদার) তত্তাবধানে এবং ডাঃ ওবায়দুর রহমান সঞ্চালনায় প্রায় বিভিন্ন স্থানে তিনশত পঞ্চাশ  জন কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক  বিতরণ করা হয়।


খাদ্য ও অর্থ দিয়ে এবং সার্বিকভাবে সহযোগিতা করেন, রাকিবুজ্জান খান তনু, (প্রেসিডেন্ট)  মোঃ রফিকুল ইসলাম(সাধারণ সম্পাদক) , মোঃ জহুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ সামছুল ইসলাম, মোঃ শামীম আহমেদ, ড. আব্দুল লতিফ, মোঃ মোস্তাফিজুর রহামন লিটন, মোঃ এলাহি বক্স তালুকদার, শাহীন মাহমুদ, ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, মারজানা বেগম রুপসা, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, মসিতুল্লা মাসুম কামরুজ্জামান মো রাশেদ আশরাফুল ইসলাম ফিরোজ আহমেদ খান আনোয়ার হোসেন প্রমুখ। 

 মুঠোফোনে শফিউল আলমের কাছ থেকে জানা যায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন । অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। প্রত্যেকেরই ইচ্ছে থাকে ঈদে ভালো কিছু খাওয়ার কিন্তু অসহায় দুস্থ মানুষের এই স্বপ্ন অর্থের অভাবে অধরায় থেকে যায়। আর কেউ যদি তাদের হাতে ঈদের আগে তাদের হাতে ভাল খাবার তুলে দেয় তাহলে তাদের আনন্দের সীমা থাকে না।  অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ।  অসহায় দুস্থ মানুষের চলার পথকে মসৃণ করা সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব। ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো এমন কার্যক্রম আরও ব্যাপক পরিসরে করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।আমরা আশা করি দেশী-বিদেশী সকল সামাজিক সংগঠন গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াবে।

ব্যক্তি উদ্যোগে  প্রতি বছরই এমন আয়োজন করে থাকে।

এসময় উপস্থিত ছিলেন,  সলঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,  মোক্তার হোসেন, সরকারী বেগম নুরুন্নাহার তর্কবাগিশ কলেজের সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম, মো আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ মাস্টার, আহসান হাবিব, রবিউল ইসলাম, মোঃ , টি এম নাসির উদ্দীন পিয়াস, টি এম মুস্তাফিজ প্রমুখ।