‘আফগানিস্তানে ২০ বাংলাদেশি নিরাপদে আছেন, দ্রুত প্রত্যাবর্তন সম্ভব নয়’

‘আফগানিস্তানে ২০ বাংলাদেশি নিরাপদে আছেন, দ্রুত প্রত্যাবর্তন সম্ভব নয়’

আফগানিস্তানে এখন পর্যন্ত ২০ বাংলাদেশির অবস্থান নিশ্চিত করেছেন দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, আমাদের কাছে পুরো আফগানিস্তানে ২০ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে। তাদের মধ্যে ছয়জন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের কর্মকর্তা, কাবুলের মোবাইল টেলিকম প্রতিষ্ঠানে কাজ করেন সাতজন, স্যুয়ারেজ (পয়ঃনিষ্কাশন) কোম্পানিতে কাজ করেন দুজন এবং মঈন আল মেজবাহ নামের এক বাংলাদেশি রয়েছেন।

আটকে পড়া বাংলাদেশির অবস্থান ও দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি জানান, ২০ বাংলাদেশি নিরাপদে আছেন। তবে খুব শিগগিরই তাদের দেশে প্রত্যাবর্তন সম্ভব নয়। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। আরেকটু অপেক্ষা করতে হবে। দেশটির সরকার গঠন না হওয়া পর্যন্ত তাদের (বাংলাদেশি) দেশে ফেরানো খুবই কঠিন হয়ে পড়বে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিছু করা যায় কি না।

তিনি আরো জানান, ব্র্যাকের কর্মীরা ব্র্যাক ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে নিরাপদে আছেন। মোবাইল টেলিকমে কাজ করা সাতজন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় যুক্ত দুজন নিজেদের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আছেন। এছাড়া জেল থেকে যিনি বের হতে সক্ষম হয়েছেন তিনি বর্তমানে তার এক বন্ধুর বাড়িতে আছেন। বাকিরাও নিরাপদে আছেন।

উল্লেখ্য, কাবুলে বাংলাদেশের কোনো দুতাবাস নেই। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন।