আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগ ভার্চুয়াল আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকাঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগ ভার্চুয়াল আলোচনা সভা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার সভাপতিত্ব করেন, ইতালী আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

ইতালী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল এর পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

আলোচনার শুরুতে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইতালী আওয়ামী লীগ সহসভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, হাবিব চৌধুরি, সহ ইতালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিভিন্ন প্রভেন্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আলোচনা করেন রুম মহানগর আওয়ামী লীগ থেকে সভাপতি মামুন খালাসী , সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি,ভেনিস থেকে আব্দুল নাসির সাধারণ সম্পাদক, সোহানুর রহমান উজ্জল সাংগঠনিক সম্পাদক, মল ফালকন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদার, বক্তব্য রাখেন ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক সোহেল বকসি, ইতালি যুবলীগ নেতা সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন তফাদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
সকলেই বায়ান্নর ভাষা আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন, এবং জামাত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে  সবাইকে সোচ্চার থাকার জন্য অনুরোধ করেন সর্ব ইউরোপ আওয়ামী লীগ সভাপতি , এম নজরুল ইসলাম । 

পরিশেষে ইতালী আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী, সর্ব ইউরোপ আওয়ামীলীগ সভাপতি কে বলেন দ্রুত ইতালী আওয়ামী লীগের সম্মেলন করে দেওয়ার জন্য।